menu-iconlogo
huatong
huatong
avatar

Rajar Rajje Shobai Golam

Tanbhir Siddiki/Tasrif Khanhuatong
natun1phuatong
Lời Bài Hát
Bản Ghi
রাজার রাজ্যে সবাই গোলাম

করতে হবে রাজার সুনাম

নাহয় তোমার কল্লা যাবে

বিরাট কঠিন শাস্তি পাবে

এ কেমন রাজ্য বলো

কে খারাপ, কে বা ভালো

ভালো মানুষ অন্ধকারে

অমানুষই আলোর দ্বারে

এ কেমন হচ্ছে খেলা

চারিদিকে কষ্ট মেলা

কে কোথায় যাচ্ছি ভেসে

থামবো কোথায় অবশেষে

রাজার রাজ্যে সবাই গোলাম

করতে হবে রাজার সুনাম

নাহয় তোমার কল্লা যাবে

বিরাট কঠিন শাস্তি পাবে

তুমি ভালো ভাবে বাঁচতে চাবে

তবে তোমার শাস্তি হবে

ভাবছো তুমি বিচার চাবে?

এবার বোকা সব হারাবে

বললে কথা আস্তে বলো

কিংবা রাজার কথায় চলো

এদিক-সেদিক পা বাড়ালে

তবেও তুমি সব হারালে

এ কেমন রাজ্য বলো

কে খারাপ, কে বা ভালো

ভালো মানুষ অন্ধকারে

অমানুষই আলোর দ্বারে

এ কেমন হচ্ছে খেলা

চারিদিকে কষ্ট মেলা

কে কোথায় যাচ্ছি ভেসে

থামবো কোথায় অবশেষে

রাজার রাজ্যে সবাই গোলাম

করতে হবে রাজার সুনাম

নাহয় তোমার কল্লা যাবে

বিরাট কঠিন শাস্তি পাবে

ভাবছো কোথায়, কে সে রাজা?

আমরাই রাজা, দিচ্ছি সাজা

Office, ব্যবসা, সমাজ চালাই

মানুষ হয়েও মানুষ জ্বালাই

আমরাই সেই মুখোশ মানুষ

ভালো সেজে উড়াই ফানুষ

কইয়ের তেলে কই-টা ভেজে

পরের ঘাড়ে চাপাচ্ছি দোষ

এ কেমন রাজ্য বলো

কে খারাপ, কে বা ভালো

ভালো মানুষ অন্ধকারে

অমানুষই আলোর দ্বারে

এ কেমন হচ্ছে খেলা

চারিদিকে কষ্ট মেলা

কে কোথায় যাচ্ছি ভেসে

থামবো কোথায় অবশেষে

রাজার রাজ্যে সবাই গোলাম

করতে হবে রাজার সুনাম

নাহয় তোমার কল্লা যাবে

বিরাট কঠিন শাস্তি পাবে

রাজার রাজ্যে সবাই গোলাম

করতে হবে রাজার সুনাম

নাহয় তোমার কল্লা যাবে

বিরাট কঠিন শাস্তি পাবে

Nhiều Hơn Từ Tanbhir Siddiki/Tasrif Khan

Xem tất cảlogo

Bạn Có Thể Thích