menu-iconlogo
huatong
huatong
avatar

রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

Tapan Chowdhuryhuatong
mike_star19huatong
Lời Bài Hát
Bản Ghi
রসিক আমার

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

হায়রে....

রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

সোনার ময়না ঘরে থুইয়া

বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

হায়রে....

রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

জিয়া

দিন হীন মুর্শিদে কয়

মাটির বাসন ভাইঙ্গা গেলে

আর কি জোড়া লয়

দিন হীন মুর্শিদে কয়

মাটির বাসন ভাইঙ্গা গেলে,মোনরে....

আর কি জোড়া লয়

দয়াল চাইলে লইব জোড়া

মুর্শিদ চাইলে লইব জোড়া

এমন দয়াল কে আছে

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

হায়রে....

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

জিয়া

তিনটি তকতার নাও

আগায় পাছায়,তিনজন মাঝি ওমোন

তারাতারি বাও

তিনটি তকতার নাও

আগায় পাছায়,তিনজন মাঝি ওমোন

তারাতারি বাও

ছয়জনে ছয় দাঢ়ি লইয়া

আললাহুর নাম লইতাছে

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

হায়রে....

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

জিয়া

পাগল ওঝা লালি কয়

পিঞ্জর ছাইড়া গেলে ময়না

আর কি বন্দী হয়

পাগল ওঝা লালি কয়

পিঞ্জর ছাইড়া গেলে ময়না,মোনরে...

আর কি বন্দী হয়

দয়াল চাইলে হইব বন্দী

মুর্শিদ চাইলে হইব বন্দী

এমন মুর্শিদ কে আছে

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

হায়রে....

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

সোনার ময়না ঘরে থুইয়া

বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

হায়রে....

রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছ

Nhiều Hơn Từ Tapan Chowdhury

Xem tất cảlogo

Bạn Có Thể Thích