menu-iconlogo
huatong
huatong
avatar

Tor Koshto Nebo

Tasrif Khan/Tanbhir Siddikihuatong
mitzgirlhuatong
Lời Bài Hát
Bản Ghi
চারিদিকে এত শব্দ কিসের, কিসের আর্তনাদ?

কোন চাওয়াটা হারিয়ে ফেলে কাঁদছিস দিবারাত?

কেমন রকম কষ্ট লাগে, কোথায় কিসের ব্যথা?

ঠিক কতটুকু মেপে বলে দে, ভেঙে দে নিরবতা

আঁধার লাগে, ভয়ে একাকার, ভিড় থেকে সরে যাওয়া

হিসেব মেলে না, মেলে না খাতা জীবনের চাওয়া পাওয়া

আমি কেমন আছি জেনে কী হবে তুই ভালো নেই তাই

একসাথে চল দুয়েক কদম দু'জনে হেঁটে যাই

আমি পাশে আছি, তুই শুধু তোর গল্পটা বলে যা

আমি যে তোর কষ্টটা নেবো, দূরে সরে যাবো না, যাবো না

যদি ক্ষণিকের সেই ভয় সত্যি মনে হয়

হাত বাড়ালে পাশে পাবি আমাকে

আমি বন্ধু, নাকি প্রেম তোর, নাকি কষ্টের অনুচর?

ভেবে নাম দিস এ মাঝপথে থামাকে

যদি ক্ষণিকের সেই ভয় সত্যি মনে হয়

হাত বাড়ালে পাশে পাবি আমাকে

আমি বন্ধু, নাকি প্রেম তোর, নাকি কষ্টের অনুচর?

ভেবে নাম দিস এ মাঝপথে থামাকে

আঁধার লাগে, ভয়ে একাকার, ভিড় থেকে সরে যাওয়া

হিসেব মেলে না, মেলে না খাতা জীবনের চাওয়া পাওয়া

আমি কেমন আছি জেনে কী হবে তুই ভালো নেই তাই

একসাথে চল দুয়েক কদম দু'জনে হেঁটে যাই

আমি পাশে আছি, তুই শুধু তোর গল্পটা বলে যা

আমি যে তোর কষ্টটা নেবো, দূরে সরে যাবো না, যাবো না

যদি ক্লান্তি ছেয়ে যায়, না বলা কিছু রয়ে যায়

তুই কাছে ডেকে নিস এই আমাকে

আমি বন্ধু, নাকি প্রেম তোর, নাকি কষ্টের অনুচর?

ভেবে নাম দিস এ মাঝপথে থামাকে

যদি ক্লান্তি ছেয়ে যায়, না বলা কিছু রয়ে যায়

তুই কাছে ডেকে নিস এই আমাকে

আমি বন্ধু, নাকি প্রেম তোর, নাকি কষ্টের অনুচর?

ভেবে নাম দিস এ মাঝপথে থামাকে

আঁধার লাগে, ভয়ে একাকার, ভিড় থেকে সরে যাওয়া

হিসেব মেলে না, মেলে না খাতা জীবনের চাওয়া পাওয়া

আমি কেমন আছি জেনে কী হবে তুই ভালো নেই তাই

একসাথে চল দুয়েক কদম দু'জনে হেঁটে যাই

আমি পাশে আছি, তুই শুধু তোর গল্পটা বলে যা

আমি যে তোর কষ্টটা নেবো, দূরে সরে যাবো না, যাবো না

Nhiều Hơn Từ Tasrif Khan/Tanbhir Siddiki

Xem tất cảlogo

Bạn Có Thể Thích