যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
একটা শিশু বাবার সাথে হাঁটছে স্কুলের পথে
বাবার হাতের একটা আঙুল ধরে ছোট্ট হাতে
হঠাৎ বিকট শব্দ আর আগুনের ঝলকানি
শিশুটা ভয়ে চিৎকার করে, বাবার চোখে পানি
ছুটে আসে এক কামানের গোলা, লণ্ডভণ্ড সব
বাবা-শিশুসহ সব পুড়ে ছাই, যেন পৃথিবীটাই নীরব
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
আজ মানুষে মানুষে যুদ্ধ কেন মানুষের পৃথিবীতে?
মানুষের প্রাণ কেড়ে নিয়ে নাকি মানুষই যাচ্ছে জিতে
ধর্ম কিংবা সীমানার নামে ক্ষমতা কিংবা টাকা
মানুষের লাশ সস্তা ভীষণ অযতনে পড়ে থাকা
মানুষের হাতে তৈরি অস্ত্র মানুষেরই বিপরীতে
নির্মমভাবে চালিয়ো না আর এই সুন্দর পৃথিবীতে
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক
যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক