menu-iconlogo
huatong
huatong
avatar

Kajol Bhromora - Khachar Pakhi Medley

Timir Biswas/Samadipta Mukherjeehuatong
redcherry69_25huatong
Lời Bài Hát
Bản Ghi
ও কী ও বন্ধু কাজল ভ্রমরা রে

কোন দিন আসিবেন বন্ধু

কয়া যান, কয়া যান রে

ও কী ও বন্ধু কাজল ভ্রমরা রে

কোন দিন আসিবেন বন্ধু

কয়া যান, কয়া যান রে

যদি বন্ধু যাইবার চান-

ঘাড়ের গামছা থুইয়া যান রে

যদি বন্ধু যাইবার চান-

ঘাড়ের গামছা থুইয়া যান রে

বন্ধু কাজল ভ্রমরা রে

কোন দিন আসিবেন বন্ধু

কয়া যান, কয়া যান রে।

খাঁচার পাখি ছিলো-

সোনার খাঁচাটিতে

বনের পাখি ছিলো বনে

একদা কী করিয়া মিলন হলো দোঁহে

কী ছিল বিধাতার মনে

বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই-

বনেতে যাই দোঁহে মিলে

খাঁচার পাখি বলে, বনের পাখি আয়-

খাঁচায় থাকি নিরিবিলে

বনের পাখি বলে, না-

আমি শিকলে ধরা নাহি দিব

খাঁচার পাখি বলে, হায়-

আমি কেমনে বনে বাহিরিব?

এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে-

তবুও কাছে নাহি পায়

খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে-

নীরবে চোখে চোখে চায়

দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে-

বুঝাতে নারে আপনায়

দুজনে একা একা ঝাপটি মরে পাখা

কাতরে কহে, কাছে আয়

বনের পাখি বলে, না-

কবে খাঁচায় রুধি দিবে দ্বার

খাঁচার পাখি বলে, হায়-

মোর শকতি নাহি উড়িবার

Nhiều Hơn Từ Timir Biswas/Samadipta Mukherjee

Xem tất cảlogo

Bạn Có Thể Thích