menu-iconlogo
huatong
huatong
avatar

Ashole Se Megheder Keu

Timir Biswashuatong
norm_clinehuatong
Lời Bài Hát
Bản Ghi
আসলে সে মেঘেদের কেউ

সারারাত সারারাত ঢেউ

আসলে সে মেঘেদের কেউ

সারারাত সারারাত ঢেউ

মনে হতো উড়ে যাই পুড়ি

প্রেম মানে সুতো কাটা ঘুড়ি

মনে হতো উড়ে যাই পুড়ি

প্রেম মানে সুতো কাটা ঘুড়ি

এতদিন লুকানো যা ছিল

আবার সহসা শুরু হলো

সব কথা বলে ফেলা পাপ

দু চোখে পুড়ছে অভিশাপ

সব কথা বলে ফেলা পাপ

দু চোখে পুড়ছে অভিশাপ

আমি তাকে খুঁজি নি উপায়

সেও যদি ছেড়ে চলে যায়

আমি তাকে খুঁজি নি উপায়

সেও যদি ছেড়ে চলে যায়

এইভাবে লুকিয়েছে চোখ

যতটুকু জন্মের শোক

এইভাবে লুকিয়েছে চোখ

যতটুকু জন্মের শোক

তবু এসে দাঁড়িয়েছে ভোর

কি কথা বলার ছিল তোর

তবু এসে দাঁড়িয়েছে ভোর

কি কথা বলার ছিল তোর

Nhiều Hơn Từ Timir Biswas

Xem tất cảlogo

Bạn Có Thể Thích