menu-iconlogo
huatong
huatong
avatar

তুই ভালো না ছেলে

tompa,ভালোই ছিলাম তরেhuatong
lili13880623837huatong
Lời Bài Hát
Bản Ghi
গানঃ তুই ভালোনা ছেলে তুই ভালোনা

শিল্পিঃ টুম্পা

বি.ডি কারাওকে

১...২...৩

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে

তোর সুখের বলি হলাম আমি অবশেষে.

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে

তোর সুখের বলি হলাম আমি অবশেষে

ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম

মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম

তুই ভালোনা ছেলে.তুই ভালোনা

ভালোর মুখোশ পরেছিলি চেনা গেলানা (২)

তুই ভালোনা ছেলে.তুই ভালোনা

দুঃখ পাওয়ার পরেও তোরে ভুলতে পারিনা

বাংলা.হিন্দি.ইংরেজি.hd.and

vocal cut এর অর্ডার নেওয়া হয়.

এবং স্মুলে গ্যারান্টি সহ ভি.আই.পি করা হয়

১...২...৩

চার দিকে তোর শূন্য দশা আমি পাশে ছিলাম

নিজের মুখে বলেছিলি নতুন জীবন পেলাম

আমার আকাশ রঙ্গিন যখন বেথ্যারও নীলে

পাখিরে তুই গেলি ছেড়ে অসহায় ফেলে

তুই ভালোনা ছেলে.তুই ভালোনা

কেমন করে ঘুম আসে তোর দিয়ে ছলনা (২)

তুই ভালোনা ছেলে.তুই ভালোনা

কেমন করে ঘুম আসে তোর দিয়ে ছলনা

বি.ডি কারাওকে

১...২...৩

আমায় মন্দ বলে গেলি কোন সে সুখের নীড়

আমার দিকে ছুড়ে মারলি অভিযোগের তীর

বারে বারে বলেছিলি সব অনুভব আমি

মিথ্যা অনুভব এর শিকার কাঁদতে হবে জানি

তুই ভালোনা ছেলে.তুই ভালোনা

ভালোর মুখোশ পরেছিলি চেনা গেলানা (২)

তুই ভালোনা ছেলে.তুই ভালোনা

জীবন আমার বদলে গেলো তোর ছলনা (ঐ)

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে

তোর সুখের বলি হলাম আমি অবশেষে

ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম

মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম

তুই ভালোনা ছেলে.তুই ভালোনা

ভালোর মুখোশ পরেছিলি চেনা গেলানা

তুই ভালোনা ছেলে.তুই ভালোনা

দুঃখ পাওয়ার পরেও তোরে ভুলতে পারিনা

সমাপ্ত

সাথেই থাকবেন সবাই

পাবেন নতুন নতুন কারাওকে মিউজিক

Bạn Có Thể Thích