
মন শুধু মন ছুঁয়েছে
মন শুধু মন ছুঁয়েছে
মন শুধু মন ছুঁয়েছে
ও ..সে তো মুখ খোলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয়নি
মন শুধু মন ছুঁয়েছে
ও ..সে তো মুখ খোলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয়নি
মন শুধু মন ছুঁয়েছে
Follow me
চোখের ও দৃষ্টি যেনো...
মনেরও গীতি কবিতা ..
বুকেরও ভালোবাসা ...
সেথায় রয়েছে গাঁথা
চোখের ও দৃষ্টি যেনো...
মনেরও গীতি কবিতা ..
বুকেরও ভালোবাসা ...
সেথায় রয়েছে গাঁথা
আমি তো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানেনি
মন শুধু মন ছুঁয়েছে
Follow me
যখনই তোমার চোখে ..
আমার মুখ খানি দেখি ..
স্বপনও কুসুম থেকে ..
ঋদয়ে সুরভী মাখি..
যখনই তোমার চোখে ..
আমার মুখ খানি দেখি ..
স্বপনও কুসুম থেকে ..
ঋদয়ে সুরভী মাখি..
তুমি কি সেই সুরভী পেয়েছো
স্বপনের ও দ্বার খুলেছো
কিছু জানিনি
মন শুধু মন ছুঁয়েছে
ও ..সে তো মুখ খোলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয়নি
মন শুধু মন ছুঁয়েছে
ও ..সে তো মুখ খোলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয়নি
মন শুধু মন ছুঁয়েছে của Topon Choudhury - Lời bài hát & Các bản Cover