menu-iconlogo
huatong
huatong
avatar

Jyotishi | জ্যোতিষী

Tosiba Begumhuatong
ONGKUR🌱huatong
Lời Bài Hát
Bản Ghi
জ্যোতিষী জ্যোতিষী মন্ত্র পইড়া তাবিজ দেন

জামাই যেনো বসে আসে মানে আমায় চেয়ারম্যান

জ্যোতিষী জ্যোতিষী মন্ত্র পইড়া তাবিজ দেন

জামাই যেনো বসে আসে মানে আমায় চেয়ারম্যান

আমারে লাইক করেনা ঘরে তার মন বসেনা

আমারে লাইক করেনা ঘরে তার মন বসেনা

পাশের বাড়ির ভাবির দিকে থাকে যে তার ধ্যান

জ্যোতিষী জ্যোতিষী মন্ত্র পইড়া তাবিজ দেন

জামাই যেনো বসে আসে মানে আমায় চেয়ারম্যান

>>Arrange BY OSS<<

এমন একটা তাবিজ আমায় দেন না পড়াইয়া

জামাই যেনো রাখে আমায় বুকে জড়াইয়া

এমন একটা তাবিজ আমায় দেন না পড়াইয়া

জামাই যেনো রাখে আমায় বুকে জড়াইয়া

কাছে গেলে ভং ধরে শান্তি নাইরে সংসারে

কাছে গেলে ভং ধরে শান্তি নাইরে সংসারে

আমারে দেখলে জামাই করে ছ্যান ছ্যান

জ্যোতিষী জ্যোতিষী মন্ত্র পইড়া তাবিজ দেন

জামাই যেনো বসে আসে মানে আমায় চেয়ারম্যান

>>Arrange BY OSS<<

কার যেনো ওই সুখের ঘরে পরছে বদ নজর

স্বামী আমার ঝগড়া করে সন্ধ্যা থেকে ভোর

কার যেনো ওই সুখের ঘরে পরছে বদ নজর

স্বামী আমার ঝগড়া করে সন্ধ্যা থেকে ভোর

কিছুতেই মন পাইনা কেন যে মইরা যাই না

কিছুতেই মন পাইনা কেন যে মইরা যাই না

ফিরাইয়া দেন শান্তি লাগলে টাকা নেন

জ্যোতিষী জ্যোতিষী মন্ত্র পইড়া তাবিজ দেন

জামাই যেনো বসে আসে মানে আমায় চেয়ারম্যান

আমারে লাইক করেনা ঘরে তার মন বসেনা

আমারে লাইক করেনা ঘরে তার মন বসেনা

পাশের বাড়ির ভাবির দিকে থাকে যে তার ধ্যান

জ্যোতিষী জ্যোতিষী মন্ত্র পইড়া তাবিজ দেন

জামাই যেনো বসে আসে মানে আমায় চেয়ারম্যান

Nhiều Hơn Từ Tosiba Begum

Xem tất cảlogo

Bạn Có Thể Thích