তুমি আমায় ভুলে গেছো 
তাতে কোন দুঃখ নাই 
দুঃখ শুধু একটাই তুমি 
আমায় চিনতে পারো নাই 
জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি ৩ 
নিজেকে নিজেই মেরে ফেলেছি 
ভুলে যাব আমিও ভেবেছি 
আমি ভুলে যাব আমিও ভেবেছি 
তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে২ কত যে চোখের জলে ভেসেছি 
ভুলে যাব আমিও ভেবে ছি 
আমি ভুলে যাবো আমিও ভেবেছি 
সবাই তো সবকিছু করিতে পারেনা 
হৃদয়হীনা কোনদিনও ভালবাসতে জানে না 
অঅঅঅঅঅঅঅঅ 
অঅঅঅঅঅঅঅঅ 
সবাই তো সবকিছু করিতে পারেনা 
হৃদয়হীনা কোনদিনও ভালবাসতে জানে না 
জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি ২ 
নিজেকে নিজেই মেরে ফেলেছি 
ভুলে যাবো আমিও ভেবেছি 
আমি ভুলে যাবো আমিও ভেবেছি 
তুমি আমায় ভুলে গেছো তাতে কোন দুঃখ নাই 
তোকে শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই 
অঅঅঅঅঅঅঅঅ 
অঅঅঅঅঅঅঅঅ 
তুমি আমায় ভুলে গেছো তাতে কোন দুঃখ নাই 
তোকে শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই 
যদি তুমি সুখ পাও 
যত খুশি ব্যাথা দাও ২ 
দুঃখকে সাথে করে নিয়েছি 
ভুলে যাব আমিও ভেবেছি 
আমি ভুলে যাব আমিও ভেবেছি 
তুমি যেদিন আমাকে 
বলেছ ভুলে যেতে 
তুমি যেদিন আমাকে 
বলেছ ভুলে যেতে 
কত যে চোখের জলে ভেসেছি 
ভুলে যাবো আমিও ভেবেছি 
আমি ভুলে যাব আমিও ভেবেছি 
আমি ভুলে যাব আমিও ভেবেছি 
আমি ভুলে যাব আমি ভেবেছি 
ভুলে যাবো আমিও ভেবেছি