menu-iconlogo
huatong
huatong
upload-by-emon--cover-image

হাসিমুখ

Upload by Emonhuatong
𝕖𝓂𝑜𝐧𝓐h๓𝐞đhuatong
Lời Bài Hát
Bản Ghi
প্রতিটি রাস্তায়,

প্রতিটি জানালায়

হাসিমুখ,

হাসিমুখে আনন্দধারা...

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদুর

বহুদুর যেতে চাই...

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদুর

বহুদুর যেতে চাই...

রোদ উঠে গেছে

তোমাদের নগরীতে,

আলো এসে থেমে গেছে

তোমাদের জানালায়,

আনন্দ হাসিমুখ,

চেনা চেনা সবখানে

এরই মাঝে চল মোরা

হারিয়ে যাই...

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদুর

বহুদুর যেতে চাই...

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদুর

বহুদুর যেতে চাই...

হারিয়ে যেতে চাই,

তোমাদের রাস্তায়,

হারিয়ে যেতে চাই,

তোমাদের রাস্তায়,

অনেক আজানা ভীড়ে

স্বচ্ছ নিরবতায়,

রোদ উঠে গেছে

চেনা এই নগরীতে

নাগরিক জানালা

হাসিমুখে একাকার...

আনন্দ উৎসব

চেনাচেনা সবখানে,

এরই মাঝে আমাদের

ছুটে যাওয়া দরকার

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদুর

বহুদুর যেতে চাই…

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদুর

বহুদুর যেতে চাই…

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদুর

বহুদুর...............

Nhiều Hơn Từ Upload by Emon

Xem tất cảlogo

Bạn Có Thể Thích