সেদিনও ছিলে তুমি আমারি
আজ থেকে হয়ে গেলে পর
লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও
যেখানে সাজানো বাসর
Fসেদিনও ছিলে তুমি আমারি
আজ থেকে হয়ে গেলে পর
লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও
যেখানে সাজানো বাসর
সেদিনও ছিলে তুমি আমারি...
Mজীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে
ভালোবাসা শুধু অভিনয় ছিল তাহলে
Fজীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে
ভালোবাসার শুধু অভিনয় ছিল তাহলে
সেই সাজানো নাটকের নায়ক
আমায় বানালে কেন বলোনা
সেদিনও ছিলে তুমি আমারি...
Fতোমার আকাশে আলোর মিছিলে হয়ে আছে
আমার আকাশে আঁধারে ঢেকে গেছে
Mতোমার আকাশে আলোর মিছিলে হয়ে আছে
আমার আকাশে আধারে ঢেকে গেছে
সেই আঁধারে পথ খোঁজা পাখি
আমায় বানালে কেন বলোনা
Fসেদিনও ছিলে তুমি আমারি
আজ থেকে হয়ে গেলে পর
লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও
যেখানে সাজানো বাসর
Mসেদিনও ছিলে তুমি আমারি
আজ থেকে হয়ে গেলে পর
লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও
যেখানে সাজানো বাসর
সেদিনও ছিলে তুমি আমারি....