menu-iconlogo
huatong
huatong
avatar

ভালো আছি ভালো থেকো(Short)

Valo Achi Valo Theko Shorthuatong
shannonmaddenhuatong
Lời Bài Hát
Bản Ghi
ভালো আছি ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো,

ভালো আছি ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালা খানি,

বাউলের এই মনটারে...

ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...এ..এ..এ

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...এ..এ..এ

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ,

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

তেমনি তোমার নিবির চলা

ভিতরের এই বন্দরে

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে..এ..এ..এ.

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে..এ..এ..এ..

ভালো আছি,ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো,

ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো,

দিও তোমার মালা খানি

বাউলের এই মনটারে

ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...এএএ

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে..এএএ

Bạn Có Thể Thích