menu-iconlogo
huatong
huatong
avatar

DARK__MUSIC Brishti Nemeche

Warfazehuatong
🥁DARK__MUSIC🥁huatong
Lời Bài Hát
Bản Ghi
Bristi Nemeche

Warfaze

Uploaded By : DARK__MUSIC

========

বৃষ্টি নেমেছে

রিমঝিমরিম সুরের লহরী

নিঝুম রাতে

বৃষ্টি নেমেছে

কত স্মৃতি বুকে নিয়ে

উদাস করেছে এই রাত

#####

বৃষ্টি নেমেছে

মনে পড়ে যায়

আমার গাঁ

বৃষ্টি নেমেছে

ঐ মাটির ভালোবাসায়

বার বার শুধু ডাকে

ফিরে আয় আয় আয়

Uploaded By : DARK__MUSIC

========

স্মৃতির দুয়ার খুলে আমি

পায়ে চলেছি মেঠো পথে

কাশবন আর ঐ নদীর বাঁকে

আমি সুর করি

ঐ মাছরাঙা পাখির রঙে

আমি গান ধরি

ঐ শিস দেয়া পাখির ডাকে

স্মৃতির দুয়ার খুলে আমি

শুয়ে আছি কোন বটতলে

নিঝুম আকাশে তারার হাসি

আমি সুর করি

ঐ নিঝুম রাতের কোলে

আমি গান ধরি

ঐ জেগে থাকা তারার ভাষায়

Uploaded By : DARK__MUSIC

========

বৃষ্টি নেমেছের

রিমঝিমরিম সুরের লহরী

নিঝুম রাতে

বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে

উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়

বার বার শুধু ডাকে

ফিরে আয় আয় আয়

THANK YOU

Nhiều Hơn Từ Warfaze

Xem tất cảlogo

Bạn Có Thể Thích