menu-iconlogo
huatong
huatong
winds-jahid-track-sautali-se-metho-pothe-by-winds-vol-2-cover-image

Jahid Track-Sautali se metho pothe BY Winds Vol 2

Windshuatong
🎵ᒎᗩᕼᎥᗪ🎶ᗰᑌᔕᎥᑕ🎙️huatong
Lời Bài Hát
Bản Ghi
শিরোনাম:সাঁওতালি সে মেঠো পথে.

শিল্পী :উইন্ডস ব্যান্ড ২

{{{ আপলোডেড বাই জাহিদ}}}

সাঁওতালি সে মেঠো পথে.

তুমি আমি হারিয়ে যাই,

বনফুল গুলো তুলে তুমি,

ভাসাবে পাহাড়ি ঝর্ণায়,

ছুটে চলা সে বাঁকা নদী,

ঠিকানা তো কিছু জানা নাই

তুমি আমি তেমনি করে,

হারিয়েছি অজানায়,

সাঁওতালি সে মেঠো পথে,

তুমি আমি হারিয়ে যাই..

{{{ আপলোডেড বাই জাহিদ}}}

ঝাউ বনে পাখিগুলো,

গান গেয়ে যায়,

গানের মধুর সে সুরে,

বিলীন হতে চায়,

সাঁওতালিদের বাশীর সুরে,

তুমি আমি আজ হারাই অজানায়..

সাঁওতালি সেই মেঠো পথে

তুমি আমি হারিয়ে যাই

বনফুল গুলো তুলে তুমি ভাসাবে পাহাড়ি ঝর্ণায়..

{{{ আপলোডেড বাই জাহিদ}}}

সাঁঝের এই ইশারাতে

মন ভেংগে যায়,

পাখি গুলো ফিরে চলে,

নীড়ে ঠিকানায়,

রাতের অভিধান খুলে দিয়ে,

তুমি আমি যাই হারিয়ে,

সাঁওতালি সে মেঠো পথে

তুমি আমি হারিয়ে যাই

বনফুল গুলো তুলে তুমি

ভাসাবে পাহাড়ি ঝরনায়

ছুটে চলা বাঁকা নদী

ঠিকানা তো কিছু জানা নাই

তুমি আমি তেমনি করে

হারিয়েছি অজানায়..

সাঁওতালি মেঠো পথে

তুমি আমি হারিয়ে যাই

বনফুল গুলো তুলে তুমি ভাসাবে পাহাড়ি ঝর্ণায়..

{{{ আপলোডেড বাই জাহিদ}}}

***থাঙ্কস ফর লিস্টানিং***

Nhiều Hơn Từ Winds

Xem tất cảlogo

Bạn Có Thể Thích