menu-iconlogo
logo

Bojhe na se bojhe na se to ajo

logo
Lời Bài Hát
নারে নারে নারে, নারে নারে না রে

বুঝেনা সে বুঝেনা

সে তোহ আজও বুঝে না

বুঝেনা সে বুঝেনা

সে তোহ আজও বুঝে না

কাঁদে মনের কথা

প্রেম কি শুধু ব্যাথা

উত্তর আজও মেলে না

মেলে না মেলে না মেলে না

বুঝে না সে বুঝে না

এ বুকে এতো প্রেম তার চোখে ঘৃণা

চাই না শুনতে সে এ বুকের কান্না

আমি চোখের বালি, কি করে তাকে বলি

এ বুকে কি বেদনা

এ বুকে এতো প্রেম তার চোখে ঘৃণা

চাই না শুনতে সে এ বুকের কান্না

আমি চোখের বালি, কি করে তাকে বলি

এ বুকে কি বেদনা

বুঝে না সে বুঝে না

সে তোহ আজও বুঝে না

বুঝেনা সে বুঝে না

সে তোহ আজও বুঝে না

কাঁদে মনের কথা

প্রেম কি শুধু ব্যাথা

উত্তর আজও মেলে না

মেলে না মেলে না মেলে না

বুঝেনা সে বুঝেনা

রু রু রু রু ও ও ও

পৃথিবী একদিকে একদিকে আমি

আজ আমার রক্তে মিশে গেছো তুমি

নাই বা হলো দেখা

দেখবো একা একা

স্বপ্নে নেই সীমানা

পৃথিবী একদিকে একদিকে আমি

আজ আমার রক্তে মিশে গেছো তুমি

নাই বা হলো দেখা

দেখবো একা একা

স্বপ্নে নেই সীমানা

বুঝে না সে বুঝে না

সে তোহ আজও বুঝে না

বুঝে না সে বুঝে না

সে তোহ আজও বুঝে না

কাঁদে মনের কথা

প্রেম কি শুধু ব্যাথা

উত্তর আজও মেলে না

মেলে না মেলে না মেলে না

বুঝে না সে বুঝে না

Bojhe na se bojhe na se to ajo của Zubeen Garg - Lời bài hát & Các bản Cover