menu-iconlogo
huatong
huatong
avatar

নিঝুম রাতের পরী

আকাশ মাহমুদhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
歌词
作品
নিঝুম রাতের পরী তুমি,নিঝুম রাতের পরী

আমি কি যে করি বন্ধু,আমি কি যে করি

নিঝুম রাতের পরী তুমি,নিঝুম রাতের পরী

আমি কি যে করি বন্ধু,আমি কি যে করি

তুমি রূপ দেখাইয়া মনের ভেতর

মারলা প্রেমের ছুরি গো,মারলা প্রেমের ছুরি

তুমি রূপ দেখাইয়া মনের ভেতর

মারলা প্রেমের ছুরি গো,মারলা প্রেমের ছুরি

নিঝুম রাতের পরী তুমি,নিঝুম রাতের পরী

আমি কি যে করি বন্ধু,আমি কি যে করি

-==আপলোড বাই মজিবুর==-

ডানে বামে সামনে পিছে,যেদিকে তাকাই

সেদিকেতে তোমার ছবি দেখতে আমি পাই

ও ডানে বামে সামনে পিছে,যেদিকে তাকাই

সেদিকেতে তোমার ছবি দেখতে আমি পাই

তোমার রূপের নেশায় হইয়া মাতাল

থাকি পাগল করি গো থাকি পাগল করি

তুমি রূপ দেখাইয়া মনের ভেতর

মারলা প্রেমের ছুরি গো,মারলা প্রেমের ছুরি

নিঝুম রাতের পরী তুমি,নিঝুম রাতের পরী

আমি কি যে করি বন্ধু,আমি কি যে করি

-==আপলোড বাই মজিবুর==-

মনটা আমার বারে বারে তোমার কথাই কয়

তোমার ছোঁয়ায় হৃদয় মাঝে সুখের হাওয়া বয়

মনটা আমার বারে বারে তোমার কথাই কয়

তোমার ছোঁয়ায় হৃদয় মাঝে সুখের হাওয়া বয়

তোমার সাথে হব বন্ধু আমি দেশান্তরী গো

আমি দেশান্তরী

তুমি রূপ দেখাইয়া মনের ভেতর

মারলা প্রেমের ছুরি গো,মারলা প্রেমের ছুরি

নিঝুম রাতের পরী তুমি,নিঝুম রাতের পরী

আমি কি যে করি বন্ধু,আমি কি যে করি

নিঝুম রাতের পরী তুমি,নিঝুম রাতের পরী

আমি কি যে করি বন্ধু,আমি কি যে করি

তুমি রূপ দেখাইয়া মনের ভেতর

মারলা প্রেমের ছুরি গো,মারলা প্রেমের ছুরি

তুমি রূপ দেখাইয়া মনের ভেতর

মারলা প্রেমের ছুরি গো,মারলা প্রেমের ছুরি

নিঝুম রাতের পরী তুমি,নিঝুম রাতের পরী

আমি কি যে করি বন্ধু,আমি কি যে করি

====ধন্যবাদ====

更多আকাশ মাহমুদ热歌

查看全部logo

猜你喜欢