সত্যি তোমাকে অনেক ভালোবাসিরে,,,, 
পারছি না তোমাকে ভুলতে আমি যে পারছি না,,,, 
তুমি কেমন করে আছো তো বলো,আমি কেন 
তোমার মত করে পারছি না থাকতে কেন কেন?। 
যে মানুষটা আমি অন্য কারও সাথে বসে কথা বললে 
আমায় বকা দিতো অন্য কারও পাশে পাশে বসলে 
অভিমান করতো।কই সে আজকে কই, আর কেও বলে না 
তুমি কারও পাশে বসো না কথা বলো না, কই গেল এতো 
ভালোবাসা হ্যা কই গেলো? 
তুমি।কি করে পারলে আমার সাথে এমনটা করতে 
কি ভুল ছিলো আমার বলতে পারো।আমি তোমায় 
ভালোবাসতাম এটাই কি আমার ভুল ছিলো বলো 
যে মানুষ টা আমি খাবার না খেলে খেত না সেই মানুষটা আজকে 
নিজে নিজে খেয়ে নেয়।যদি আমাকে ছেরে যাবি তা হলে। 
কেন ভালোবাসলি কেন আমার জীবনটা নষ্ট করলি 
সবাই বলতো অনলাইনের ভালোবাসা রিয়াল হয় না তবু 
আমার বিশ্বাস করতাম। যারা যাই হক বা করুক না কেন আমার মনের 
মানুষটা এমন না সে আমায় কখনো ছেরে যাবে না,,,,, ? 
কই তুমি কই হারিয়ে গেলে আমায় মিথ্যা মায়ায় জরিয়ে 
কই তুমি, ওই তুমি কি শুনতে পাচ্ছো এই আমার বুক ফাটোনো 
কান্নার শব্দ?আমি তো তোমায় নিয়ে ভালো থাকতে চেয়ে 
ছিলাম এটাই কি আমার অপরাধ ছিলো বলো,,,,, তোমার জন্য 
সব সময় দোয়া করি তুমি ভালো থাকো, ভালো থাকো,,, 
কারন তোমার হাশিতে যে আমার হাশি। 
কখনো ভাবি নাই তুমি আমায় এই ভাবে ছেরে যাবে 
আমি ভাবিনি কলিজা আই মিস ইউ ? 
তুমি,,? 
(আমার নাম, আবির, আমার বাসা, উল্লাপাড়াতে