গানওয়ালা স্মুল কমিউনিটি
গানকে ভালোবেসে আমাদের পথচলা
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে
যেদিন চোখের এ জল শুকিয়ে যাবে
মনে রেখো সেদিন আমার মরন হবে
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে
ভুলে যদি যাও তুমি এই আমাকে..
পারবেনা ভুলে যেতে স্মৃতি গুলোকে।।।
হহহ.. ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবেনা ভুলে যেতে স্মৃতি গুলোকে
সব কিছু এখানেই জানি পরে রবে
ধুকে ধুকে জীবন টাকে
পাড়ি দিতে হবে
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে