menu-iconlogo
huatong
huatong
avatar

বিসমিল্লাহ্u200c বলিয়া আমি শুরু Bismillah

ইসলামিক গজল বাংলা গজলhuatong
nicholas_snydrhuatong
歌词
作品
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

3

2

1

বিসমিল্লাহ্‌ বলিয়া আমি শুরু করলাম ভাই,

হাজার হাজার দরূদ পড়লাম সোনার মদীনায়,

সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্তহে

এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর,

আপন আপন করছ যাদের তারা সবাই পর,

সব ছাড়িয়া যাইতে হবে

অন্ধকার কবর দোস্ত হে

অনেক কিছু করিয়াছ ফিকির করিয়া,

বালাখানা, স্ত্রী, পুত্র সকলি ছাড়িয়া,

সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দোস্তহে

এই দুনিয়া জুড়ছে রে ভাই আনন্দেরই মেলা,

সেই মেলাতে আইসা পড়ছ কত রঙ্গের খেলা,

পশ্চিমে তাকাইয়া দেখ ডুইবা

যায় তর বেলা দোস্ত হে

ডুবে যাবে জীবন রবি আসবে না আর খোঁজ,

সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর,

শূন্য খাঁচা ফেলে পাখি

যাইবে অচিনপুর দোস্ত হে

বরই পাতা গরম জলে গোসল করাইয়া,

আপন জনে দিবে সাদা কাপড় পড়াইয়া,

চারজনে লইয়া যাইবে কান্দিয়া

কান্দিয়া দোস্ত হে

দলে দলে লোকজন আসবে জানাযার লাগিয়া,

মাটির ঘরে নামাইবে জানাযা পড়াইয়া,

একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দোস্ত হে

কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা,

দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা,

সঠিক উত্তর দিলে হবে শান্তি

সুখের বাসা দোস্ত হে

উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই,

সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই,

যে জায়গায় সাহায্য করার

আপন কেহ নাই দোস্ত হে

এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার,

দমে দমে জপ রে মোর নামটি আল্লাহ্‌র,

এই নামের উসিলায় সেদিন

হইয়া যাইবা পার দোস্ত হে

জাযাকাল্লাহু খাইরান

আরো ইসলামিক গজল পেতে

আপলোড লিস্ট দেখুন।

更多ইসলামিক গজল বাংলা গজল热歌

查看全部logo

猜你喜欢