menu-iconlogo
huatong
huatong
avatar

*তাহলে কি সব মিছে

কুমার শানু ও অলকা ইয়াগনিক/আমি সেই মেয়েhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
歌词
作品
ছেলেঃ তাহলে কি সব মিছে

এই আকাশের চাঁদ জোছনা

তবে কি বুঝবো তুমি

এ হৃদয়ের কথা বুঝোনা

মেয়েঃ আমার হৃদয়ে যেন

একি আঁধার নেমেছে ঘন

সেই নিবিড় আঁধারে

দু'নয়ন ঝরে

তুমি এসে আঁখি মোছনা

ছেলেঃ তাহলে কি সব মিছে

এই আকাশের চাঁদ জোছনা

তবে কি বুঝবো তুমি

এ হৃদয়ের কথা বুঝোনা।

-==চয়েজ বাই রনিশা==-

যত ভাবি ভুলে যাব

সব হাসি কথা গান

তবু ফিরে মনে পড়ে,

সেই ফিকে চাঁদ ভোরের তারা,

মনে আসে বারে বারে

যত ভাবি ভুলে যাব

সব হাসি কথা গান

তবু ফিরে মনে পড়ে,

সেই ফিকে চাঁদ ভোরের তারা,

মনে আসে বারে বারে

মেয়েঃ আমাকে......

বলেছিলে......

বন্যা, আলো ঝর্ণা।

ছেলেঃ তাহলে কি সব মিছে

এই আকাশের চাঁদ জোছনা

তবে কি বুঝবো তুমি

এ হৃদয়ের কথা বুঝোনা।

-==আপলোড বাই মজিবুর==-

কত ভাবি সব কিছু পিছু

ফেলে চলে যাব

আঁধারে এই রাতে

কবে যে সেই আগের মত

পথ চলা এক সাথে

কত ভাবি সব কিছু পিছু

ফেলে চলে যাব

আঁধারে এই রাতে

কবে যে সেই আগের মত

পথ চলা এক সাথে

মেয়েঃ আমাকে দূরে রেখে

তুমি একা শুধু একা

ছেলেঃ তাহলে কি সব মিছে

এই আকাশের চাঁদ জোছনা

তবে কি বুঝবো তুমি

এ হৃদয়ের কথা বুঝোনা

মেয়েঃ আমার হৃদয়ে যেন

একি আঁধার নেমেছে ঘন

সেই নিবিড় আঁধারে

দু'নয়ন ঝরে

তুমি এসে আঁখি মোছনা

ছেলেঃ তাহলে কি সব মিছে

এই আকাশের চাঁদ জোছনা

তবে কি বুঝবো তুমি

এ হৃদয়ের কথা বুঝোনা

====ধন্যবাদ====

更多কুমার শানু ও অলকা ইয়াগনিক/আমি সেই মেয়ে热歌

查看全部logo

猜你喜欢