menu-iconlogo
huatong
huatong
avatar

কাছে এসে যদি বলে

খুরশিদ আলম/ইমরানhuatong
Hamid_______🆆🅴huatong
歌词
作品
কাছে এসো,যদি বলো

তবে,দূরেই কেনো থাকো

ভাল লাগে,যদি বলো

তবে,তোমার পাশে রাখো

আমি থাকবো,নাকি চলেই যাব

তুমি নতুন করে ভেবে দেখো ।

কাছে এসো যদি বলো

তবে দূরেই কেন থাকো

ভালো লাগে, যদি বলো

তবে তোমার পাশে রাখো

আমি থাকবো,নাকি চলেই যাব

তুমি নতুন করে ভেবে দেখো ।

ঐ যে দিগন্তে,ছাড়িয়ে সীমানা

হংসমিথুন যেথা মেলেছে ডানা।

ঐ যে দিগন্তে,ছাড়িয়ে সীমানা

হংসমিথুন যেথা মেলেছে ডানা।

সেখানে নির্জনে,রবো আনমনে

সেথা আমি নির্জনে..,

রবো একা আনমনে..

ক্ষতি নেই পাশে যদি নাইবা থাকো

ছিলেনা যখন তুমি আমারই হয়ে

সময় আমার কিগো যায়নি বয়ে

ছিলেনা যখন তুমি আমারই হয়ে

সময় আমার কিগো যায়নি বয়ে

আমি যে তোমারি,সেকি গো বুঝো না

মিথ্যে অভিমানে চলে যেও না।

আমি যে তোমারি ,সেকি গো বুঝো না

মিথ্যে অভিমানে চলে যেও না।

যুগ যুগ ধরে এই অন্তরে

কতযুগ,যুগ যুগ ধরে..

আছো গো এই অন্তরে..

আমার ছিলে,তুমি আমারি থেকো

আমি থাকবো নাকি চলে যাবো

তুমি নতুন করে ভেবে দেখো

কাছে এসো,যদি বলো

তবে,দূরেই কেনো থাকো

ভাল লাগে,যদি বলো

তবে,তোমার পাশে রাখো

আমি থাকবো,নাকি চলেই যাব

তুমি নতুন করে ভেবে দেখো ।

আমি থাকবো,নাকি চলেই যাব

তুমি নতুন করে ভেবে দেখো ।

আমি থাকবো,নাকি চলেই যাব

তুমি নতুন করে ভেবে দেখো ।

更多খুরশিদ আলম/ইমরান热歌

查看全部logo

猜你喜欢