menu-iconlogo
huatong
huatong
-phuler-jolshai-nirob-kno-kobi-yakub-ali-cover-image

Phuler Jolshai Nirob Kno Kobi_Yakub Ali

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
歌词
作品
আ..আ....আ....আ.........

ফুলের জলসায় নীরব কেন কবি

ফুলের জলসায় নীরব কেন কবি

ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়

ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়

তব ম্লান ছবি

নীরব কেন কবি।

ফুলের জলসায় নীরব কেন কবি

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

যে বীণা তোমার কোলেরও কাছে

বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে

যে বীণা তোমার কোলেরও কাছে

বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে

তোমার পরশে ছড়াক হরষে

আকাশে বাতাসে তার সুরের সুরভি

নীরব কেন কবি।

নীরব কেন কবি।

ফুলের জলসায় নীরব কেন কবি

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

তোমার যে প্রিয়া

গেল বিদায় নিয়া

অভিমানে রাতে

গোলাপ হয়ে কাদে তাহারই কামনা

উদাস প্রাতে

ফিরে যে আসিবে না ভুলো তাহারে

চাহ তাহার পানে দাঁড়ায় যে দ্বারে

ফিরে যে আসিবে না ভুলো তাহারে

চাহ তাহার পানে দাঁড়ায় যে দ্বারে

অস্ত চাঁদের বাসনা ভুলাতে

অরুণ অনুরাগে উদিলো রবি

নীরব কেন কবি

নীরব কেন কবি

ফুলের জলসায় নীরব কেন কবি

ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়

ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়

তব ম্লান ছবি

নীরব কেন কবি।

ফুলের জলসায় নীরব কেন কবি।

ফুলের জলসায়

ফুলের জলসায়

ফুলের জলসায় নীরব কেন কবি

更多নবধারা热歌

查看全部logo

猜你喜欢