menu-iconlogo
huatong
huatong
avatar

আজ মন চেয়েছে

নিশিতা বড়ুয়াhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
歌词
作品
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

===============

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে

কিছু সময় রেখো তোমার হাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

-==আপলোডঃ মজিবুর==-

কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা

ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা

কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা

ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা

তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া

নাও বুলিয়ে নয়ন পাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

-==আপলোডঃ মজিবুর==-

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে

চির সাথী রইব পথে

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে

চির সাথী রইব পথে

তাই যা দেখি আজ সবই ভালো লাগে

এই নতুন গানের সুরে ছন্দ রাগে

তাই যা দেখি আজ সবই ভালো লাগে

এই নতুন গানের সুরে ছন্দ রাগে

কেন দিনের আলোর মতো সহজ হয়ে

এলে আমার গহন রাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে

কিছু সময় রেখো তোমার হাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

====ধন্যবাদ====

更多নিশিতা বড়ুয়া热歌

查看全部logo

猜你喜欢