menu-iconlogo
huatong
huatong
avatar

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

মোঃ ইব্রাহিম।huatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
歌词
作品
শিরোনাম:- আমার ভালোবাসা তোমার প্রতি রইল।

মূল শিল্পী:- মোঃ ইব্রাহিম।

কভার শিল্পী:- ইয়াহিয়া শিপলু।

⫸=====Rifat=====⫷

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

চোখের আড়ালে চলে গেলেও আমি

চোখের আড়ালে চলে গেলেও আমি

মনের আঙিনায় রইব,,,

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

চলেছি অজনা দেশে আশা বুকে নিয়ে

আবার হবে গো দেখা,,

হৃদয়ের কাছাকাছি চলে এসো বন্ধু

এঁকে দেই প্রেম-রেখা

শত অচেনার মাঝে যদিও থাকো তুমি

শত অচেনার মাঝে যদিও থাকো তুমি

দেখেই চিনে লইব,,,

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

নিয়তির ডাকে দিতে হবে সাড়া

তাইতো চলেছি আমি,,

সইতে হবে গো বিরহ বেদনা

ক্ষণিকের এই দুনিয়াদারি

সেই সে পরমদিনে তুমি আর আমি

সেই সে পরমদিনে তুমি আর আমি

প্রেমের দোলনায় দুলব,,,

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

চোখের আড়ালে চলে গেলেও আমি

চোখের আড়ালে চলে গেলেও আমি

মনের আঙিনায় রইব,,,

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

আমার ভালোবাসা তোমার প্রতি রইল,,,

⫸=ধন্যবাদ=⫷

猜你喜欢