menu-iconlogo
huatong
huatong
avatar

আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

রুনা লায়লা ও এন্ড্রু কিশোর/প্রতিশ্রুতিhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛..huatong
歌词
作品
মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে---

আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে--

ছেলেঃ অন্তর করে রাখিবো--

অন্তর করে রাখিবো,আমার অন্তরে

মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে---

-==আপলোড বাই মজিবুর==-

মেয়েঃ চন্দ্র তারা যেমন,রাতের অলংকার

তেমন করে তুমি আমার,গলার হার

ছেলেঃ ফাগুন মাসে যেমন,ফুলেরও বাহার

তেমন করে তুমি হলে,জীবনোও আমার

মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে--

ছেলেঃ অন্তর করে রাখিবো--

অন্তর করে রাখিবো,আমার অন্তরে

মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে---

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ নদী বয়ে যাবে,সময় ফুরাবে

যুগে যুগে এই প্রেম,কাহিনী হবে

মেয়েঃ তোমার বুকে আমি,রবো চিরকাল

কোনদিনও হবো না গো,চোখেরো আড়াল

ছেলেঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে---

আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে--

মেয়েঃ অন্তর করে রাখিবো--

অন্তর করে রাখিবো,আমার অন্তরে

ছেলে/মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে---

আমার নয়ন জুড়ে রাখবো তোমায়

নয়নো করে---

====ধন্যবাদ====

更多রুনা লায়লা ও এন্ড্রু কিশোর/প্রতিশ্রুতি热歌

查看全部logo

猜你喜欢

আমার নয়ন জুড়ে রাখবো তোমায় রুনা লায়লা ও এন্ড্রু কিশোর/প্রতিশ্রুতি - 歌词和翻唱