menu-iconlogo
huatong
huatong
avatar

Tokhon tomar ekush bochor

Aarti Mukherjihuatong
RanaBhattacherjeehuatong
歌词
作品
Track By _Rana Id - 13307558757

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি

ধরা পড়ি ছিল ভয়।

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়-

***Track By _Rana Id - 13307558757

গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে

আমরা দুজনে কখন গিয়েছি সরে।

ফুলঝুরি থেকে ফুল ঝরে গেলে

মালা কিসে গাঁথা হয়?

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়-

***Track By _Rana Id - 13307558757

তোমার পথের কাঁটাই ভেবেছ মোরে-

বলতে পারিনি তোমার মত করে-

জলছবি ভেবে ভুল করেছিলে

ভালবাসা সে তো নয়।

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি

ধরা পড়ি ছিল ভয়।

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা ।

更多Aarti Mukherji热歌

查看全部logo

猜你喜欢