একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
আমার সংবুকে আপনাকে স্বাগতম
প্রাণও পাখি ওরে যাবে
পিঞ্জরও ছেড়ে....
ধরা ধামে সবি রবে
তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত
সকলি হবে তোমার পর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
আমার সংবুকে আপনাকে স্বাগতম
দেহ তোমর চর্মচর
গলে পচে যাবে...
শিরার ওপর শিরা গুলি
ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড
পরে রবে মাটিরো ওপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
আমার সংবুকে আপনাকে স্বাগতম
রুপেরি গৌরবে
সাজিয়াছ সাজ...
সোন দানা কত কি আর
রাজকিয় পোশাক
যেদিন প্রাণও চলে যাবে
সবি পরে রবে
প্রাণও চলে যাবে
সবি পরে রবে
গায়ে দিবে মাক্রিন ও তান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
ধন্যবাদ সবাইকে