menu-iconlogo
huatong
huatong
avatar

Durga Amar Ghore

Abir Mallick/Snigdha Sarkarhuatong
pamandtimsmomhuatong
歌词
作品
বছর পরে দুর্গা আমার আসছে আবার ঘরে

শাঁখ বাজা, উলু দে, আর নে না বরণ করে

বছর পরে-

বছর পরে দুর্গা আমার আসছে আবার ঘরে

শাঁখ বাজা, উলু দে, আর নে না বরণ করে

বছর পরে মা যে আমার আসছে আবার ঘরে

প্রদীপ জ্বালা, উলু দে, আর নে না বরণ করে

শিউলি ফুলের গন্ধে যে মন যায় হারিয়ে যায়

শিউলি ফুলের গন্ধে যে মন যায় হারিয়ে যায়

আজ ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

পুজো মানে প্রেমের ছোঁয়া তোমায় আমায় মিলে

জমবে আসর একসাথে ওই পাড়ার প্যান্ডেলে

পুজো মানেই বাঙালি আর অনেক আয়োজন

ফিরবে ঘরে দূরে থাকা সবার প্রিয়জন

দুঃখ ভুলে চল মেতে নেই আজকে মায়ের আগমনী

মাতবে ভুবন আনন্দেতে তাই

আজ ঢ্যাংকুরাকুর, ঢ্যাংকুরাকুর

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

বলো দুর্গা মাইকি জয়

আরে বলো দুর্গা মাইকি জয়

আরে বলো দুর্গা মাইকি জয়

আরে বলো দুর্গা মাইকি জয়

এবার পুজোর অষ্টমীতে হলুদ শাড়ি পাঞ্জাবীতে

মন যে আমার তোকেই পাশে চায় (চায়)

পার্বতী মা আসছে ঘরে বছর ঘুরে ক′দিন পরে

ঢাকের বাদ্যি বাজছে শুনি তাই

ও, মনের কথা খুব গোপনে বলতে রাজি তোমার কানে

শুনতে বলো তুমি কি আজ পাও?

হাঁটতে পারি তোমার সাথে আলোয় মাখা পুজোর রাতে

থাকতে পাশে যদি তুমি চাও

ষষ্ঠী থেকে দশমী পার হয়ে যায় যখনই

একটি বছর আবার অপেক্ষায়

আজ ঢ্যাংকুরাকুর, ঢ্যাংকুরাকুর

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

ঢ্যাংকুরাকুর ঢাকের তালে নাচে রে সবাই

বলো দুর্গা মাইকি জয়

আরে বলো দুর্গা মাইকি জয়

আরে বলো দুর্গা মাইকি জয়

আরে বলো দুর্গা মাইকি জয়

猜你喜欢