ঝিরিঝিরি বাতাস কাঁদে
তোমায় মনে পড়ে
ঝিরিঝিরি বাতাস কাঁদে
তোমায় মনে পড়ে
এ কি ব্যথা জাগে, বড় একা লাগে
চোখে যে মেঘ করে
ঝিরিঝিরি বাতাস কাঁদে
তোমায় মনে পড়ে
লোকে বলে যে হায়
নীলা নাকি কারও সয়, কারও সয় না
লোকে বলে যে হায়
নীলা নাকি কারও সয়, কারও সয় না
তাই আমার আকাশ মেঘে ঢাকা
নীল কভু হয় না
নদী আমার সুনীল সাগর
শুধুই খুঁজে মরে
এ কি ব্যথা জাগে, বড় একা লাগে
চোখে যে মেঘ করে
ঝিরিঝিরি বাতাস কাঁদে
তোমায় মনে পড়ে
সবই জানি, হায় সবই বুঝি
মন মানে না তাই তোমায় খুঁজি
সবই জানি হায় সবই বুঝি
মন মানে না তাই তোমায় খুঁজি
হায় কপালে মোর আছেই লেখা
যা চাই তা পাই না
হায় কপালে মোর আছেই লেখা
যা চাই তা পাই না
এই দৃষ্টি থেকেও দু'চোখ পাথর
তোমার দেখা পাই না
ধু ধু মরু চাইলে কি আর
মেঘের ছায়া ঝরে
এ কি ব্যথা জাগে, বড় একা লাগে
চোখে যে মেঘ করে
ঝিরিঝিরি বাতাস কাঁদে
তোমায় মনে পড়ে
এ কি ব্যথা জাগে, বড় একা লাগে
চোখে যে মেঘ করে
ঝিরিঝিরি বাতাস কাঁদে
তোমায় মনে পড়ে
Thank You For Singing
SAMAD