যারে ভাবসি সোনার গো ময়না
সে দিসে আমায় ফাঁকি
যারে ভাবসি সোনার গো ময়না
সে দিসে আমায় ফাঁকি
কারে ভাবি মনে মনে, কার ছবিটা আঁকি রে
ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে
ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে
এমন মানুষ কেউ না যেন পায়
বুকের মাঝে জায়গা নিয়ে করলো কলিজাতে ঘাই
ও, এমন মানুষ কেউ না যেন পায়
বুকের মাঝে জায়গা নিয়ে করলো কলিজাতে ঘাই
আমায় ছাইড়া যারে ধরলি, সে যেন না দেয় ফাঁকি রে
ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে
ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে
মিষ্টি কথায় ভোলে যদি মন
সেই মানুষটি করবে ক্ষতি তোমার যখন-তখন
ওরে, মিষ্টি কথায় ভোলে যদি মন
সেই মানুষটি করবে ক্ষতি তোমার যখন-তখন
আমায় ছাইড়া যারে ধরলি, সে যেন না দেয় ফাঁকি রে
ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে
ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে
ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে
ভুইলা গেসে পাকনা বন্ধু আমার নতুন পাইয়া রে