menu-iconlogo
huatong
huatong
ajaharul-islam-maya-kare-bole-cover-image

Maya Kare Bole

Ajaharul Islamhuatong
♪𝑨𝒋𝒂𝒉𝒂𝒓𝒖𝒍✯𝑰𝒔𝒍𝒂𝒎♪ᴴᴷ♪huatong
歌词
作品
আরে পারতাম যদি ভুলতে রে তোর

কাজল কালো চোখ

আমার দিন কাটতো রঙিন হয়ে

থাকতো আর দুখ

তোর মায়া মুখটা ভাসালে চোখে

থাকে না রে হুশ

আমি বলবো কি হায় নিজে হারায়

তোর মায়াতেই বুধ

আমার ভিতরটাই জানে

মায়া কারে বলে

এই মায়া তো কাটবে নারে

এ জীবন ও গেলে

আমার অশ্রুখানা জানে

কতো ভালোবাসি তোরে

তোর মায়া তো কাটবে নারে

এ জীবন ও গেলে

Music

চোখের আড়াল হলে দিলে

হতো রে দহন

সেই তুই আজ বহু দূরে

কেমনে সহে মন

মন যাতনা মন ভাবনা

বুঝতি যদি হায়

ওরে থাকতি না আর দূরে সরে

ছাড়তি না আমায়

চোখের আড়াল হলেই দিলে

হতো রে দহন

সেই তুই আজ বহু দূরে

কেমনে সহে মন

মন যাতনা মন ভাবনা

বুঝতি যদি হায়

ও রে থাকতি না আর দূরে সরে

ছাড়তি না আমায়

আমার ভিতরটাই জানে

মায়া কারে বলে

এই মায়া তো কাটবেনারে

এ জীবন ও গেলে

আমার অশ্রুখানা জানে

কতো ভালোবাসি তোরে

তোর মায়া তো কাটবে নারে

এ জীবন ও গেলে

(Arrg by Ajaharul Islam)

(Thank You)

更多Ajaharul Islam热歌

查看全部logo

猜你喜欢