menu-iconlogo
huatong
huatong
avatar

HQ আমায় অনেক বড় ডিগ্রী দিছে মা

Amay Onek Boro Digree Diche Ma দেশের গানhuatong
sneab8huatong
歌词
作品
প্লিজ!কেউ কপি করবেন না।

দেশের গান

কন্ঠশিল্পী সুবীর নন্দী

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা

এই ডিগ্রি বড় ভারী

মাগো বইতে নাহি পারি

এই ডিগ্রি বড় ভারী

মাগো বইতে নাহি পারি

লোক জনে আনবে বয়ে

সাঝের গাড়িতে মাগো সাঝের গাড়িতে

প্লিজ!কেউ কপি করবেন না।

বিদ্যা সাগর হয়েছি মা বিদ্যালয়ে এসে

এই না খবর হাওয়ায় হাওয়ায়

ঘুরুক দেশে দেশে

বিদ্যা সাগর হয়েছি মা বিদ্যালয়ে এসে

এই না খবর হাওয়ায় হাওয়ায়

ঘুরুক দেশে দেশে

মাগো ধন্যা সদেশ ভূমি

মাগো ধন্য যে আজ তুমি

মাগো ধন্যা সদেশ ভূমি

মাগো ধন্য যে আজ তুমি

কত কথা বলবো আগে আসি বাড়ীতে

মাগো আসি বাড়ীতে

এমন সোনার ছেলে যেন বাংলাদেশের ঘরে

একটা করে প্রতি ঘরে জন্ম গ্রহন করে

এমন সোনার ছেলে যেন বাংলাদেশের ঘরে

একটা করে প্রতি ঘরে জন্ম গ্রহন করে

মাগো এই তো আমার আশা

মাগো এই তো আমার ভাষা

মাগো এই তো আমার আশা

মাগো এই তো আমার ভাষা

চিরতরে হবে মাগো আমায় ছাড়িতে

মাগো আমায় ছাড়িতে

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা

এই ডিগ্রি বড় ভারী

মাগো বইতে নাহি পারি

এই ডিগ্রি বড় ভারী

মাগো বইতে নাহি পারি

লোক জনে আনবে বয়ে

সাজের গাড়িতে মাগো দেশের বাড়ীতে

সাজের গাড়িতে মাগো দেশের বাড়ীতে

সাজের গাড়িতে মাগো দেশের বাড়ীতে

সাজের গাড়িতে মাগো দেশের বাড়ীতে

ধন্যবাদ সবাইকে

猜你喜欢