menu-iconlogo
logo

আমার ভাগ্য বড় আজব যাদুকর

logo
歌词
আমার ভাগ্য বড় আজব যাদুকর

ও আমার ভাগ্য বড় আজব যাদুকর

ওসে এক পলকে শূণ্য করে

এক পলকে শূণ্য করে

দিল স্বাধের ঘর

বড় নিঠুর যাদুকর

ও বড় নিঠুর যাদুকর

আমার ভাগ্য বড় আজব যাদুকর

ও আমার ভাগ্য বড় আজব যাদুকর

Jowel sk

আমি তীলে তীলে গড়েছিলাম

তীলে তীলে গড়েছিলাম

সাজানো বাগান

মমতারই ফুল ফুঠিয়ে

গাইতো পাখি গান

সেই সুখ পাখি আজ গেল ছেড়ে

সুখ পাখি আজ গেল ছেড়ে

বুকেরি পিঞ্জর

বড় নিঠুর যাদুকর

ও বড় নিঠুর যাদুকর

আমার ভাগ্য বড় আজব যাদুকর

ও আমার ভাগ্য বড় আজব যাদুকর

কত সোনাদানা ভরে দিল

সোনাদানা ভরে দিল

দুহাতে আমার

নিয়ে গেল তার বদলে

কোনসে মণিহার

হায় কেঁন্দেও সুখ পাবেকি আর

কেঁন্দেও সুখ পাবেকি আর

আমারই অন্তর

বড় নিঠুর যাদুকর

ও বড় নিঠুর যাদুকর

আমার ভাগ্য বড় আজব যাদুকর

ও আমার ভাগ্য বড় আজব যাদুকর

ওসে এক পলকে শূণ্য করে

এক পলকে শূণ্য করে

দিল স্বাধের ঘর

বড় নিঠুর যাদুকর

ও বড় নিঠুর যাদুকর

আমার ভাগ্য বড় আজব যাদুকর

ও আমার ভাগ্য বড় আজব যাদুকর

ভাল লাগলে একটা লাইক দিবেন