menu-iconlogo
huatong
huatong
avatar

ekta gulap hate niye

Andrew Kishore/Altafkhanhuatong
⍟︎𝑨ltafkhan_σғιcιαℓhuatong
歌词
作品
একটা গুলাপ হাতে নিয়ে

লাইনে দাঁড়িয়ে ছিলে

কফিনে ছুড়ে দিয়ে

আবারো হারিয়ে গেলে

তুমিযে আমার কখনো ছিলেনা

সে কথা প্রকাশে বুঝিয়ে দিলে

একটা গুলাপ হাতে নিয়ে

লাইনে দাঁড়িয়ে ছিলে

কফিনে ছুড়ে দিয়ে

আবারো হারিয়ে গেলে

তুমিযে আমার কখনো ছিলেনা

সে কথা প্রকাশে বুঝিয়ে দিলে

একটা গুলাপ হাতে নিয়ে

লাইনে দাঁড়িয়ে ছিলে

ঘর তো বেধেছো নতুন

হৃদয়ে উষ্ণতা দিও

তাকে তুমি ভা.লোবেসো

সভাবটা বদলে নিয়ে

ও ঘর তো বেধেছো নতুন

হৃদয়ে উষ্ণতা দিও

তাকে তুমি ভা.লোবেসো

সভাবটা বদলে নিও

প্রাণ হীন আমিতো ফিরবোনা আর

তবুও ব্যাথা দাও তিলে তিলে

একটা গুলাপ হাতে নিয়ে

লাইনে দাঁড়িয়ে ছিলে

রুপের আগুন জ্বালিয়ে

ঝলশালে হৃদয় কতো

সময়ের কাছে হেরে গিয়ে

চলে যাবে সবারি মতো

ওরুপের আগুন জ্বালিয়ে

ঝলশালে হৃদয় কতো

সময়ের কাছে হেরে গিয়ে

চলে যাবে..সবারি মতো

সেদিন তোমাকে ফুল কে দেবে

করুণা পাবে তুমি নিজেরি ভুলে

একটা গুলাপ হাতে নিয়ে

লাইনে দাঁড়িয়ে ছিলে

কফিনে ছুড়ে দিয়ে

আবারো হারিয়ে গেলে

তুমিযে আমার কখনো ছিলেনা

সে কথা প্রকাশে বুঝিয়ে দিলে

একটা গুলাপ হাতে নিয়ে

লাইনে দাঁড়িয়ে ছিলে

কফিনে ছুড়ে দিয়ে

আবারো হারিয়ে গেলে

তুমিযে আমার কখনো ছিলেনা

সে কথা প্রকাশে বুঝিয়ে দিলে

একটা গুলাপ হাতে নিয়ে

লাইনে দাঁড়িয়ে ছিলে

ধন্যবাদ

更多Andrew Kishore/Altafkhan热歌

查看全部logo

猜你喜欢