গানঃ সাথী পেয়েছে জীবন 
শিল্পীঃ এন্ড্রো কিশোর ও কনক চাঁপা 
ছায়াছবিঃ জান কোরবান 
ছেলেঃ সাথী পেয়েছে জীবন এ জীবন 
সাথী হয়েছে আপন 
সাথী পেয়েছে জীবন এ জীবন 
সাথী হয়েছে আপন 
প্রেমে গড়া জমিন আসমান 
প্রেম হলো খোদারি দান 
প্রেমের জন্যে দিতে পারি জান কোরবান 
মেয়েঃ সাথী পেয়েছে জীবন এ জীবন 
সাথী হয়েছে আপন 
প্রেমে গড়া জমিন আসমান 
প্রেম হলো খোদারি দান 
প্রেমের জন্যে দিতে পারি জান কোরবান 
ছেলেঃ সাথী পেয়েছে জীবন এ জীবন 
সাথী হয়েছে আপন.. 
ছেলেঃ কিছু ফুলের গন্ধ আর চাদের ও জোছনা 
তাই দিয়ে করলো বিধি রুপ তোমার রচনা 
মেয়েঃ লাজে মরে যাবো হায় এতটা বলনা 
সবি তোমার জন্যে হল সেকি গো বুজনা 
ছেলেঃ প্রেমে গড়া জমিন আসমান 
প্রেম হলো খোদারি দান 
প্রেমের জন্যে দিতে পারি জান কোরবান 
মেয়েঃ সাথী পেয়েছে জীবন এ জীবন 
ছেলেঃ সাথী হয়েছে আপন.. 
মেয়েঃ থেমে থাক না নিশ্বাস ঐ পাহাড় হক না সাগর 
তখন ও যে থাকবে আমার ভালবাসা অমর 
ছেলেঃ ডুবে যাক না সূর্য আর জগত হকনা আধার 
তখন ও যে থাকবো প্রিয়া আমি শুধু তোমার 
মেয়েঃ প্রেমে গড়া জমিন আসমান 
প্রেম হলো খোদারি দান 
প্রেমের জন্যে দিতে পারি জান কোরবান 
ছেলেঃ সাথী পেয়েছে জীবন এ জীবন 
সাথী হয়েছে আপন 
মেয়েঃ প্রেমে গড়া জমিন আসমান 
প্রেম হলো খোদারি দান 
প্রেমের জন্যে দিতে পারি জান কোরবান 
ছেলেঃ সাথী পেয়েছে জীবন এ জীবন 
মেয়েঃ সাথী হয়েছে আপন