menu-iconlogo
huatong
huatong
avatar

Porena Chokher Polok

Andru Kishorhuatong
ominorej9huatong
歌词
作品

পড়েনা চোখের পলক

কি তোমার রূপের ঝলক

পড়েনা চোখের পলক

কি তোমার রূপের ঝলক

দোহাই লাগে মুখটি তোমার

একটু আঁচলে ঢাকো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

হো ও পড়েনা চোখের পলক

কি তোমার রূপের ঝলক

Follow me

হা আ আ আ আ

কাজল কালো ঐ দুটি চোখ

ও চোখে যাদু আছে

চোখের আড়াল হতে গেলেই

পড়ে যাই চোখের কাছে ..

গোলাপ রাঙা ঠোঁটে তোমার

মায়াবী মধুর হাসি

একটু হেসেই পরাতে পারো

হাজারো গলায় ফাঁসি

সবাই তোমায় চাইতে পারে

নিজেকে লুকিয়ে রাখো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

ও আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

ও পড়েনা চোখের পলক

কি তোমার রূপের ঝলক

Follow me

উম্ম আ আ আ আ

রেশম নরম তোমার চুলে

একটু শীতল বাতাস

পাগল এ মন পাবার আশায়

করছে যেন হুতাশ

পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার

অঙ্গে সোনার জ্যোতি

একেই বলে অপরূপা

অপূর্ব রূপবতী

তোমায় নিয়ে অনেক বিপদ

এ বুকের মাঝে থাকো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

ও আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

পড়েনা চোখের পলক

কি তোমার রূপের ঝলক

এই পড়েনা চোখের পলক

কি তোমার রূপের ঝলক

দোহাই লাগে মুখটি তোমার

একটু আঁচলে ঢাকো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

ও আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবে নাকো

Follow me

更多Andru Kishor热歌

查看全部logo

猜你喜欢