menu-iconlogo
huatong
huatong
avatar

Nilanjona (নীলাঞ্জনা)

ANTAKhuatong
♛-𝓼ꪊ𝕓cοƞ𝓼c𝙞οꪊš║▌🎸👑🎸huatong
歌词
作品
শিরোনামঃ নীলাঞ্জনা

কন্ঠঃ শেখ ইশতিয়াক

অ্যালবামঃ নীলাঞ্জনা

নীলাঞ্জনা…

ওই নীল নীল চোখে চেয়ে দেখনা,

তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি

আমি বোঝাতেতো কিছু পারি না।

নীলাঞ্জনা…

ওই নীল নীল চোখে চেয়ে দেখনা,

তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি

আমি বোঝাতেতো কিছু পারি না।

নীলাঞ্জনা…

_____MUSIC _____

বিরহ ব্যথাতে এ মন ভেঙ্গে যায়

না পাওয়ার আঁধারে খুঁজেছি তোমায়,

কতগুলো ফাগুন গিয়েছে ফিরে

আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে।

আজ সব ব্যথা ভুলে যাব

চেয়ে দেখনা,

তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি

আমি বোঝাতেতো কিছু পারি না।

নীলাঞ্জনা…

_____MUSIC _____

বহুদিন পরে এসেছে মধুমাস

তোমার যতসুখ সে তো আমার সন্ন্যাস,

মেঘের ডানায় রূপে সোনালী ছায়া

প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা।

সেই সুখ চোখে নিয়ে আমায় সুখি করনা,

তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি

আমি বোঝাতেতো কিছু পারি না।

নীলাঞ্জনা…

ওই নীল নীল চোখে চেয়ে দেখনা

তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি

আমি বোঝাতেতো কিছু পারি না

নীলাঞ্জনা…

_____THANK YOU _____

更多ANTAK热歌

查看全部logo

猜你喜欢