menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Tomay Valobashi Jogote Hoiyachi Doshi - Sohag Ahmed Saju

Antu Dashhuatong
SohagAhmedSajuhuatong
歌词
作品
আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী

আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী

না পাইয়া তবু খুশি...

না পাইয়া তবু খুশি, তোমার ছবি আঁকলাম অন্তরায়

তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান

তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান

মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সনে প্রেম করিলা

মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সনে প্রেম গো করিলা

এখন কেন যাও ভুলিয়া...

এখন কেন যাও ভুলিয়া, তোমার ছবি আঁকলাম অন্তরায়

তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান

তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান

জাতি-কুল-মান সবই গেল, এখন শুধু বাকি প্রাণ

জাতি-কুল-মান সবই গেল, এখন শুধু বাকি প্রাণ

তোমার সনে প্রেম করিয়া...

তোমার সনে প্রেম করিয়া, হায় রে, হইলাম কত অপমান

তোমার সনে প্রেম করিয়া, হায় রে, হইলাম কত অপমান

তোমার সনে প্রেম করিয়া, হায় রে, হইলাম কত অপমান

তোমার সনে প্রেম করিয়া, হায় রে, হইলাম কত অপমান

তোমার সনে প্রেম করিয়া, হায় রে, হইলাম কত অপমান

更多Antu Dash热歌

查看全部logo

猜你喜欢