
Icche Gulo
ইচ্ছেগুলো চল সাজাই
এলোমেলো স্বপ্নদের উঁকি
বৃষ্টি নামুক ভিজতে রাজি
পায়ে পায়ে তোর সাথে আমি
চল তবে যাই উড়ে
আজ দুজন ইচ্ছে ডানা মেলে
বৃষ্টি নামুক ভিজতে রাজি
এলোমেলো স্বপ্নদের উঁকি
ইচ্ছে গুলো চল সাজাই
পায়ে পায়ে তোর সাথে আমি
চল তবে যাই উড়ে
আজ দুজন ইচ্ছে ডানা মেলে
শুরু আজ নতুন করে
আমাদের পথ চলা
শুধু তুই থাকিস পাশে
এটুকুই ভরসা
আজ তোর হাত ধরে
দি পাড়ি
তুমি আমি এক নতুন
ভোরের সন্ধানে
ছোট ছোট গল্প যত
আনমনে রয়ে গেল বাকি
বলবো সবই যত্ন করে
বেহিসাবি শব্দ দেয় ফাঁকি
চল তবে যাই উড়ে
আজ দুজন ইচ্ছে ডানা মেলে
ইচ্ছেগুলো চল সাজাই
এলোমেলো স্বপ্নদের উঁকি
বৃষ্টি নামুক ভিজতে রাজি
পায়ে পায়ে তোর সাথে আমি
চল তবে যাই উড়ে
আজ দুজন ইচ্ছে ডানা মেলে
Icche Gulo Anupam Roy/Ujjaini Mukherjee - 歌词和翻唱