menu-iconlogo
huatong
huatong
ariobabai-chakraborty-bhulini-maa-dure-theke-tomay-dekhechi-cover-image

Bhulini Maa Dure Theke Tomay Dekhechi

Ario/Babai Chakrabortyhuatong
ringtoneshuatong
歌词
作品
ভুলিনী মা দূরে থেকে

তোমায় ডেকেছি

বহুদিনের পরে তোমার

কাছে এসেছি

আজকে নেচে গেয়ে

মন ভোলাবো যে তোমার

হো....ভুলিনী মা...

ভুলিনী মা দূরে থেকে

তোমায় ডেকেছি

বহুদিনের পরে তোমার

কাছে এসেছি

আজকে নেচে গেয়ে

মন ভোলাবো যে তোমার

জন্ম থেকে জেনেছি গো

তোমাকে মা বলে,

তবু দেখ ভেসে গেলাম

আমি গাঙের জলে

শুধু তুমি ছাড়া

আরতো কেউ নেই যে আমার

হো...ভুলিনী মা দূরে থেকে

তোমায় দেখেছি

বহুদিনের পরে তোমার

কাছে এসেছি

আজকে নেচে গেয়ে

মন ভোলাবো যে তোমার

হো.....ভুলিনী মা....

কোথায় ছিলাম,

কেমন ছিলাম

সব ই জানো তুমি

যখন যেথায় রেখেছো মা

আছি তেমনি আমি

হাসিমুখে মেনে নিয়েছি

তোমার বিচার

হো....ভুলিনী মা দূরে থেকে

তোমায় ডেকেছি

বহু দিনের পরে তোমার

কাছে এসেছি

আজকে নেচে গেয়ে

মন ভোলাবো যে তোমার

হো...ভুলিনী মা....

এক পলকে কত কিছু

হতে পারে এখানে

যা হবে তা ভাল হবে

তুমি আছো যেখানে

মন্দ-ভাল সবেতে মা

তোমার জয় জয়কার

হো....ভুলিনী মা দূরে থেকে

তোমায় ডেকেছি;

বহুদিনের পরে তোমার

কাছে এসেছি;

আজকে নেচে গেয়ে

মন ভোলাবো যে তোমার,

হো.... ভুলিনী মা...

ভুলিনী মা দূরে থেকে

তোমায় ডেকেছি;

বহুদিনের পরে তোমার

কাছে এসেছি;

আজকে নেচে গেয়ে

মন ভোলাবো যে তোমার,

更多Ario/Babai Chakraborty热歌

查看全部logo

猜你喜欢