menu-iconlogo
logo

Chao Na

logo
歌词
সকাল বেলা তোমায় দেখি

কথা বলো কার সাথে জানি

কোথায় গেলো? হারালে নাকি?

আমার দেওয়া হাতের লেখা চিঠি

তুমি কোন কারণে এতো আশা দিলে

শুরুতেই এই মনটা পুড়িয়ে দিতে

তুমি কোন সাহসে স্বর্গ দেখালে

যখন তুমি আমায় আগুনে পোড়াবে

তুমি কি আমায় চাও না

না চাইলে এসে বলো না

চোখে চোখে না তাকিয়ে

কাছে এসে দুটো কথা তুমি শুনো না

অদৃশ্য স্বপ্ন এঁকো না

তোমায় আমি ভালোবেসে

ভুল করেছি এটা বলো না

তুমি কি আমায় চাও না

না চাইলে এসে বলো না

চোখে চোখে না তাকিয়ে

কাছে এসে দুটো কথা তুমি শুনো না

অদৃশ্য স্বপ্ন এঁকো না

তোমায় আমি ভালোবেসে

ভুল করেছি

কোথায় পালাও? পাশে বসো দেখি

মিথ্যে গুলো আজো ধরা বাকি

এতোটা কি বোকা আমি নাকি তুমি নিখুঁত এক মিথ্যেবাদি

তুমি কার কারণে এতো বদলে গেলে

সে কি আমার থেকেও ভালো তোমায় রাখে

তুমি কোন সাহসে স্বর্গ দেখালে

যখন তুমি আমার আগুনে পোড়াবে

তুমি কি আমায় চাও না

না চাইলে এসে বলো না

চোখে চোখে না তাকিয়ে

কাছে এসে দুটো কথা তুমি শুনো না

অদৃশ্য স্বপ্ন এঁকো না

তোমায় আমি ভালোবেসে

ভুল করেছি এটা বলো না

এটা বলো না

তুমি কোন কারণে এতো আশা দিলে

শুরুতেই এই মনটা পুড়িয়ে দিতে

তুমি কোন সাহসে স্বর্গ দেখালে

যখন তুমি আমায় আগুনে পোড়াবে

তুমি কি আমায় চাও না

না চাইলে এসে বলো না

চোখে চোখে না তাকিয়ে

কাছে এসে দুটো কথা তুমি শুনো না

অদৃশ্য স্বপ্ন এঁকো না

তোমায় আমি ভালোবেসে

ভুল করেছি এটা বলো না

তুমি কি আমায় চাও না

না চাইলে এসে বলো না

তোমায় আমি ভালোবেসে

ভুল করেছি এটা বলো না

তুমি কি আমায় চাও না

না চাইলে এসে বলো না

তোমায় আমি ভালোবেসে

ভুল করেছি এটা বলো না

তুমি কি আমায় চাও না

না চাইলে এসে বলো না

তোমায় আমি ভালোবেসে

ভুল করেছি

তুমি কি আমায় চাও না?