M পৃথিবী অনেক বড়
যদি বিশ্বাস করো
F পৃথিবী অনেক বড়
যদি বিশ্বাস করো
M হৃদয় আমার আরো বড়
হোক না জীবন ক্ষুদ্র
তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
F তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
F রাতের আকাশ অনেক বড় আধার কালো
এক ফালি চাঁদ হাসে
এক মুঠো নীল জোছনা জলে
রাতের হৃদয় ভাসে
M ও ও রাতের আকাশ অনেক বড় আধার কালো
এক ফালি চাঁদ হাসে
এক মুঠো নীল জোছনা জলে
রাতের হৃদয় ভাসে
F হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র
তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
M তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
M মনের সাগর ভীষন বড় গভীর আরো
ঢেউ হয়ে প্রেম আসে
বুক ভরে সুখ নিয়ে এ মন তোমায় ভালবাসে
F ও ও মনের সাগর ভীষন বড় গভীর আরো
ঢেউ হয়ে প্রেম আসে
বুক ভরে সুখ নিয়ে এ মন তোমায় ভালবাসে
M হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র
তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
M F তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
F পৃথিবী অনেক বড়
যদি বিশ্বাস করো
M পৃথিবী অনেক বড়
যদি বিশ্বাস করো
F হৃদয় আমার আরো বড়
হোক না জীবন ক্ষুদ্র
M তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
F তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
M F তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র
M F তোমার ভালবাসার এক ফোটা জল
এক মহা সমুদ্র