কেমন আছো তুমি
সুখী হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা
কেমন আছো তুমি
সুখী হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা
তুমি তো জানো না
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙে
মন পাওয়া যায় না
মন পাওয়া যায় না
হয়েছে হ্নদয় মরুভূমি বালু চর
হয়ে গেছি কষ্টে কাতর
কাঁদলেও চোঁখে আর জল আসে না
চোঁখ দু'টি করেছি পাথর.
হয়েছে হ্নদয় মরুভূমি বালু চর
হয়ে গেছি কষ্টে কাতর
কাঁদলেও চোঁখে আর জল আসে না
চোঁখ দু'টি করেছি পাথর.
তুমি তো জানো না
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙে
মন পাওয়া যায় না
নিজেকে করেছি উদাসী যাযাবর
ভেঙে গেছে সুখে বাঁধা ঘর
দিয়েছো আঘাত খুব যত্ন করে
যে আঘাতে পুড়ে অন্তর
নিজেকে করেছি উদাসী যাযাবর
ভেঙে গেছে সুখে বাঁধা ঘর
দিয়েছো আঘাত খুব যত্ন করে
যে আঘাতে পুড়ে অন্তর
তুমি তো জানো না
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙে
মন পাওয়া যায় না
কেমন আছো তুমি
সুখী হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা
তুমি তো জানো না
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙে
মন পাওয়া যায় না
মন পাওয়া যায় না
মন পাওয়া যায় না
মন পাওয়া যায় না