menu-iconlogo
huatong
huatong
atiya-anisha-ei-je-duniya-cover-image

ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ Ei Je Duniya

Atiya Anishahuatong
🎸RAFI_KHALED🇧🇩🅶🅳🅱︎huatong
歌词
作品
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁ~ই

এই যে দুনিয়া

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁ~ই

এই যে দুনিয়া।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ

যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কী দোষ

ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ

যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কী দোষ

যেমনি নাচাও তেমনি নাচি

যেমনি নাচাও তেমনি নাচি

তুমি খাওয়াইলে, আমি খাই

আল্লাহ্ তুমি খাওয়াইলে, আমি খাই

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁ~ই

এই যে দুনিয়া।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

তুমি বেশ্ত তুমি দোযখ তুমি ভালো-মন্দ

তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ

তুমি বেশ্ত তুমি দোযখ তুমি ভালো-মন্দ

তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ

আমার মনে, এই আনন্দ

আমার মনে এই আনন্দ

কেবল আল্লাহ্, তোমায় চাই

আমি কেবল আল্লাহ্, তোমায় চা~ই

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁ~ই

এই যে দুনিয়া।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

হুম হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর

সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো

হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো

সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো

তুমি বাঁচাও, তুমি মারো

তুমি বাঁচাও তুমি মারো

তুমি বিনে, কেহ নাই

আল্লাহ্ তুমি বিনে কেহ না~ই

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁ~ই

এই যে দুনিয়া

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁ~ই

এই যে দুনিয়া

এই যে দুনিয়া

আরে এই যে দুনিয়া।

><>ধন্যবাদ<><

更多Atiya Anisha热歌

查看全部logo

猜你喜欢