menu-iconlogo
huatong
huatong
ayan-sarkar-keno-bhalobeshe-bodle-geli-bol-surajit-paul-cover-image

Keno Bhalobeshe Bodle Geli Bol || Surajit Paul

Ayan Sarkarhuatong
Singer_Surajithuatong
歌词
作品
গীতিকার ~ অভি রায়

কণ্ঠদান ~ অয়ন সরকার

সুরকার ~ পাপান-শুভেন্দু

ভুল ছিল কি তোকে আমার এত ভালোবাসা

এখন বুঝি দিয়ে ছিলিস মিথ্যে সবই আশা…

ভুল ছিল কি তোকে আমার এত ভালোবাসা

এখন বুঝি দিয়ে ছিলিস মিথ্যে সবই আশা

যেই চোখেতেই স্বপ্ন ছিল সেই চোখেতে জল

কেন ভালোবেসে বদলে গেলি বল

কেন ভালোবেসে বদলে গেলি বল…

আপলোডার ~ সুরজিৎ পাল

অনুরোধ ~ শুচিতা (শান্তিনিকেতন)

অনুসরণ ~ Singer_Surajit

বল না কিসের অপরাধে করলি আমায় পর

ভেঙ্গে দিলি যত্নে গড়া ভালোবাসার ঘর

বল না কিসের অপরাধে করলি আমায় পর

ভেঙ্গে দিলি যত্নে গড়া ভালোবাসার ঘর

যেই চোখেতেই স্বপ্ন ছিল সেই চোখেতে জল

কেন ভালোবেসে বদলে গেলি বল

কেন ভালোবেসে বদলে গেলি বল…

আপলোডার ~ সুরজিৎ পাল

অনুরোধ ~ শুচিতা (শান্তিনিকেতন)

অনুসরণ ~ Singer_Surajit

দূরে যদি করবি কেন মায়া বাড়ালি

জানি না কি সুখ পেয়ে তুই আমায় হারালি

দূরে যদি করবি কেন মায়া বাড়ালি

জানি না কি সুখ পেয়ে তুই আমায় হারালি

যেই চোখেতেই স্বপ্ন ছিল সেই চোখেতে জল

কেন ভালোবেসে বদলে গেলি বল

কেন ভালোবেসে বদলে গেলি বল

কেন ভালোবেসে বদলে গেলি বল…

更多Ayan Sarkar热歌

查看全部logo

猜你喜欢