menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Ashay/ Ashay Ashay Mon Amar [Limon_Ch]

Ayub Bachchu/LRBhuatong
༒⃝𝗟𝗜𝗠𝗢𝗡_𝗖𝗛༒⃝🦅𝗕⭕𝗣༒huatong
歌词
作品

আশায় আশায় দিন আমার…..

কেনো যে আর কাটে না

তোমার আশায় মন আমার….

শুধু কেঁদে কেঁদে যায়

একটু আশার আলো পাবো তোমাকে পেলে

হতাশা গুলো যাবে তখনি আমাকে ছেড়ে

এ আবার আমি বেঁচে যাবো

আশায় আশায় দিন আমার…..

তোমাকে হারাবার পর হয়ে গেছি আমি

অপরিচিত কেউ দাঁড়ি গোফ জমা এত মানুষ

তোমাকে ফিরে পাবো এই আশা নিয়ে আামি

আজো বেঁচে আছি এখনেো বরাবর

একটু আশার আলো পাবো তোমাকে পেলে

হতাশা গুলো যাবে তখনি আমাকে ছেড়ে

এ আবার আমি বেঁচে যাবো

আশায় আশায় দিন আমার…..

কি যানি কি এক ভয় তাঁড়িয়ে বেড়ায় আমাকে

আমি হিন তুমি যদি ফিরে আর না আসো

তোমাকে ফিরে পাবো এই আশা নিয়ে আমি

আজো বেঁচে আছি এখনো সারা বেলা

একটু আশার আলো পাবো তোমাকে পেলে

হতাশা গুলো যাবে তখনি আমাকে ছেরে

এ আবার আমি বেঁচে যাবো

আশায় আশায় দিন আমার…..

কেনো যে আর কাটে না

তোমার আশায় মন আমার….

শুধু কেঁদে কেঁদে যায়

একটু আশার আলো পাবো তোমাকে পেলে

হতাশা গুলো যাবে তখনি আমাকে ছেরে

এ আবার আমি বেঁচে যাবো ………

এ আবার আমি বেঁচে যাবো ………

আশায় আশায় দিন আমার…..

আশায় আশায় মন আমার….

更多Ayub Bachchu/LRB热歌

查看全部logo

猜你喜欢

Tomar Ashay/ Ashay Ashay Mon Amar [Limon_Ch] Ayub Bachchu/LRB - 歌词和翻唱