menu-iconlogo
huatong
huatong
avatar

আমি যে তোমার প্রেমে পড়েছি খালিদ হাসান মিলু ও কনকচাঁপা

Babu Baparyihuatong
☞𓅓🔰RAFI_KD𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
歌词
作品
F=আ~আ...

আমি যে তোমার প্রেমে পড়েছি

মরেছি আমি একি করেছি

নাওনা বুঝে নাও চোখেরি ভাষা

তোমারি বুকে আমারি বাসা

M=আমি যে তোমার কাছে এসেছি

প্রিয় থেকে প্রিয়তম হয়েছি

এই তো আমার ছিল মনেরি আশা

পেয়েছি তোমার ভালোবাসা

F=শত্রু ছিলে বন্ধু হলে

আগুন পানির মিলন হলো

ফাগুন এলো বর্ষা কালে

কোকিল যেন ডেকে গেলো

M=স্বপ্ন যেন সত্যি হলো

মেঘের ফাঁকে চাঁদ হাসিলো

গুনগুনিয়ে গান শুনিয়ে

ফুলের কাছে ভ্রমর এলো

F=আমি যে তোমার প্রেমে পড়েছি

মরেছি আমি একি করেছি

নাওনা বুঝে নাও চোখেরি ভাষা

তোমারি বুকে আমারি বাসা

M=পাগল করা মুখে হাসি

দিবানিশি যেন দেখি

যুগে যুগে এমনি করে

পাশাপাশি যেন থাকি

F=হৃদয় দিলাম জীবন দিলাম

আর কী আছে বলো চাওয়ার

তুমি শুধু আমার হলে

এই তো আমার বড় পাওয়া

M=আমি যে তোমার কাছে এসেছি

প্রিয় থেকে প্রিয়তম হয়েছি

এই তো আমার ছিল মনেরি আশা

পেয়েছি তোমার ভালোবাসা

F=আমি যে তোমার প্রেমে পড়েছি

মরেছি আমি একি করেছি

নাওনা বুঝে নাও চোখেরি ভাষা

তোমারি বুকে আমারি বাসা

更多Babu Baparyi热歌

查看全部logo

猜你喜欢

আমি যে তোমার প্রেমে পড়েছি খালিদ হাসান মিলু ও কনকচাঁপা Babu Baparyi - 歌词和翻唱