মারিয়া ভুজঙ্গ তীর
কলিজা করিলো চৌচির
কেমনে শিকারী তীর মারিলো গো
বিষ মাখিয়া তীরের মুখে
মারিলো তীর আমার বুকে
আরে দেহ থুইয়া প্রানটি লইয়া যায়
প্রেম শেল বিন্ধিলো বুকে
প্রেম শেল বিন্ধিলো বুকে
মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
প্রেম শেল বিন্ধিলো বুকে
প্রেম শেল বিন্ধিলো বুকে
মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
Arranged by Shydur Rahman
প্রথমও পীরিতের বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখায়া কেন ছাইড়া গেলো গো
প্রথমও পীরিতের বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখায়া কেন ছাইড়া গেলো গো
জ্বালাইলে যে প্রেমের আগুন
জল দিলে তা বাড়ে দ্বিগুন
জ্বালাইলে যে প্রেমের আগুন
জল দিলে তা বাড়ে দ্বিগুন
এখন আমি কি করি উপায়?
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
প্রেম শেল বিন্ধিলো বুকে
প্রেম শেল বিন্ধিলো বুকে
মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
Arranged by Shydur Rahman
ইট কামলা ইট বানাইয়া ,
চৌদিকে ভাটা সাজাইয়া
মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো
ইট কামলা ইট বানাইয়া ,
চৌদিকে ভাটা সাজাইয়া
মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো
ভিতরে পুড়িয়া সারা, মাটি হয়া যায় আঙ্গারা
ভিতরে পুড়িয়া সারা, মাটি হয়া যায় আঙ্গারা
কেন এমন দশা হইল আমারো বেলায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
প্রেম শেল বিন্ধিলো বুকে
প্রেম শেল বিন্ধিলো বুকে
মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়