কৃষ্ণচূঁড়ার লাল পদ্ম পাতার জল
অঙ্গে মেখে আজকে
সখী সূর্য স্নানে চল
কৃষ্ণচূঁড়ার লাল পদ্ম পাতার জল
অঙ্গে মেখে আজকে
সখী সূর্য স্নানে চল
দ্বিধা দন্দ্ব ভোল মনের আগল খোল
রক্ত আবির অঙ্গে মেখে
সূর্য স্নানে চল...সূর্য স্নানে চল...
টু টরুরু টু টরুরু টু টরুরু টু টরুরু
রোদ বৃষ্টি ঝড়ে মনের গহিন ঘরে
চিত্র পটে তোরই ছবি
তোরে মনে পরে তোরে মনে পরে
রোদ বৃষ্টি ঝড়ে মনের গহিন ঘরে
চিত্র পটে তোরই ছবি
তোরে মনে পরে তোরে মনে পরে
দ্বিধা দন্দ্ব ভোল মনের আগল খোল
রক্ত আবির অঙ্গে মেখে
সূর্য স্নানে চল সূর্য স্নানে চল
টু টরুরু টু টরুরু টু টরুরু টু টরুরু
মনের ভিতর দ্বিধা পা বাড়াতে বাধাঁ
শিকল পরা পায় ক দিন বাঁচা যায়
বেঁচে থাকা যে দায় বেঁচে থাকা যে দায়
মনের ভিতর দ্বিধা পা বাড়াতে বাধাঁ
শিকল পরা পায় ক দিন বাঁচা যায়
বেঁচে থাকা যে দায় বেঁচে থাকা যে দায়
দ্বিধা দন্দ্ব ভোল মনের আগল খোল
রক্ত আবির অঙ্গে মেখে
সূর্য স্নানে চল সূর্য স্নানে চল
কৃষ্ণচূঁড়ার লাল পদ্ম পাতার জল
অঙ্গে মেখে আজকে
সখী সূর্য স্নানে চল
কৃষ্ণচূঁড়ার লাল পদ্ম পাতার জল
অঙ্গে মেখে আজকে
সখী সূর্য স্নানে চল
দ্বিধা দন্দ্ব ভোল মনের আগল খোল
রক্ত আবির অঙ্গে মেখে
সূর্য স্নানে চল...সূর্য স্নানে চল...